ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
তানজিন তিশার সন্তান দাবি করে ছবি প্রকাশ করলেন জাওয়াদ নির্ঝর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 July, 2025, 5:34 PM

তানজিন তিশার সন্তান দাবি করে ছবি প্রকাশ করলেন জাওয়াদ নির্ঝর

তানজিন তিশার সন্তান দাবি করে ছবি প্রকাশ করলেন জাওয়াদ নির্ঝর

সদ্যই এক টক শোতে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জায়েদ খানের সঞ্চালনায় এক টক শোতে উপস্থিত হয়ে এ অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। সেই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝর প্রকাশ্যে আনলেন তিশার সন্তানের ছবি!

শনিবার (৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি।

দুটি ছবিতে দেখা যায়, একটি শিশুকে কোলে নিয়ে তিশার গভীর মমতায় স্নেহ করার দৃশ্য। অপর একটিতে দুটি শিশুর দোলনায় বসে থাকার ছবি পোস্ট করেছেন নির্ঝর। তবে মুখ ঢেকে দিয়েছেন সেই ছবির। ছবিগুলো পোস্ট করে নির্ঝর লিখেছেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে।

’ অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন। সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল।

সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে।’

তিশা সন্তান নিয়ে মিথ্যাচার করেছে দাবি করে নির্ঝর আরো লেখেন, ‘তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেনে। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।

এদিকে নির্ঝরের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যেখানে মন্তব্য করতে দেখা গেছে অনুরাগীদেরও। অনেকেই এই ঘটনায় বিস্ময় প্রকাশ করছেন। মন্তব্যের ঘরেও নির্ঝরকে তিশার বেশ কিছু পুরনো ছবি দিতে দেখা গেছে। যা মিডিয়াতে আসার আগে বলেই অনুমান করা হচ্ছে। 

গতকাল (৪ জুলাই) জায়েদ খানের সঞ্চালনায় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তানজিন তিশা। গতকাল শুরু হয়েছে এই টক শোর প্রথম পর্ব। যেখানে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কথোপকথনের এক পর্যায়ে উপস্থাপক জায়েদ খান তিশার আগামীর লক্ষ্য জানতে চাইলে তিশা বলেন, তিনি মা হতে চান। টক শোতে জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ তিশা জবাব দেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হবো।’
 
তিশা আরো বলেন, ‘দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

তিশার এই বক্তব্যের প্রেক্ষিতেই সাংবাদিক জাওয়াদ নির্ঝর অভিনেত্রীর সন্তান দাবি করে ছবিগুলো ফাঁস করেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখনো তিশার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status