এসএসসি ৯৩ ব্যাচের উদ্যোগে ফল উতসব উদযাপিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() এসএসসি ৯৩ ব্যাচের উদ্যোগে ফল উতসব উদযাপিত দুপুরে মজাদার খাবার বিকেলে দই চিড়া ও বিভিন্ন রকম ফল দিয়ে উদযাপন করা হয় ফল উতসব। খাবারের পর কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গ্রুপের এডমিন সদস্য সাংবাদিক সুমন চৌধুরী সহ একাধিক বন্ধুরা আবৃত্তি করেন এরপর আরম্ভ হয় ধামাকা ব্যান্ড শো এতে ৯৩ বিভিন্ন জেলার বন্ধুদের পাশাপাশি গান করেন জনপ্রিয় রক শিল্পী ইকবাল হোসেন রানা, হাবিব, জিয়া, মনির, সহ অনেকে পুরো আয়োজন ঘিরে এডমিন প্যানেলে নিপু,পলাশ,রুবেল, ফারুক,শাহানাজ, বাপ্পা,আলম,শফিক,ইমরান ও সুমন চৌধুরী ব্যাপক পরিশ্রম করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে স্থানীয় লায়ন নেত্রী সহ বিশ্বখ্যাত আসাদুজ্জামান বাবু উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরিশেষে অত্যান্ত সুন্দরভাবে আয়োজন টি শেষ হয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |