মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার ধৃত আসামিরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আ: রসিদ এর পুত্র মোস্তফা মিয়া (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াসউদ্দিন এর পুত্র বোরহান উদ্দিন (২০) ও বাহার উদ্দিন (২৫)। মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মাধবপুর উপজেলার ০৩ নং বহরা ইউনিয়ন দেওগাও গ্রাম অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ শাফিয়া খাতুন (৩১) নামে এক নারীকে আটক করেন। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের নিমাই টিলা গ্রামের মামুন মিয়ার স্ত্রী। মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার সত্যতা নিশ্চিত করে জানান ধৃত মাদক ব্যাবসায়ীকে মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই বিজয় এর নিকট হস্তান্তর করা হয়েছে।## |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |