সুইমিংপুলে নারীর ছবি দিয়ে যা বললেন শবনম ফারিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() সুইমিংপুলে নারীর ছবি দিয়ে যা বললেন শবনম ফারিয়া আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন শবনম ফারিয়া। তবে পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায় সময়ই বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি বা মতামত শেয়ার করেন ফারিয়া। এবার ফের অভিনেত্রীর এক স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া। সাম্প্রতিক সময়ে এ অভিনেত্রীর ছবি বিকৃত করে ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায়।যদিও পরবর্তীতে জানা যায় ছবিটা তার নয়। আবারও সেই একই ঘটনার মুখোমুখি শবনদম ফারিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন শবনম ফারিয়া। যেখানে সুইমিংপুলে দাঁড়িয়ে থাকা এক নারীর ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ভাই এডিট করে ছবি দে, সমস্যা নাই! কিন্তু জাতের কারো ছবি দিয়ে দে। এমন যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, এর আবার শরীরে ট্যাটু করা, এদের ছবিতে এডিট করবি কেন? এরপর যার ছবি শেয়ার করেছেন সেই নারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দিয়ে দিয়েছেন ক্যাপশনে। এর আগেও শবনম ফারিয়ার এডিট করা ছবি ভাইরাল হয়েছিল।অভিনেত্রীর নাম করে দুটি ছবি পোস্ট করেছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। তবে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, প্রচারিত ছবিগুলো অভিনেত্রী শবনম ফারিয়ার নয়। বিষয়টি নিয়ে পোস্ট করেছিলেন ফারিয়া নিজেও। এবার আবারও একইরকম অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী। তবে এ ধরনের কর্মকাণ্ড যে বেশ মজার ছলেই নিচ্ছেন শবনম ফারিয়া, নিজের পোস্টেই তা উল্লেখ করেছেন শবনম ফারিয়া। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |