যশোরের কেশবপুর সাবেক মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরের কেশবপুর সাবেক মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার বুধবার (২ জুলাই) বেলা ৩টার দিকে কেশবপুর পৌর এলাকার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) থেকে তাকে গ্রেফতার করা হয়।গেছে, গতবছর ৫ আগস্ট সরকার পতনের পর রফিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর বুধবার দুপুরে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে কিছু যুবক তার বাড়ি ঘিরে রাখে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি পাশের আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে বিষয় টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যশোর কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জনগণ তাকে ঘিরে রাখার পর আমরা খবর পাই। পরে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর যশোর কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো একই প্রতীক নৌকা নিয়ে মেয়র নির্বাচিত হন তিনি। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও মন্তব্য করেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |