রামগঞ্জে সাবেক লীগ নেতার বিএনপি সভাপতি প্রার্থী হওয়ার অভিযোগ: হুশিয়ারি নেতাকর্মীদের
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে সাবেক লীগ নেতার বিএনপি সভাপতি প্রার্থী হওয়ার অভিযোগ: হুশিয়ারি নেতাকর্মীদের বিগত ৫ আগষ্টের আগে আওয়ামীলীগের উপজেলা পরিষদের নির্বাচনে সক্রিয়ভাবে প্রচার প্রচারনা করতে দেখা গেছে আওয়ামীলীগের সাবেক এ কর্মী মো রুহুল আমীন মেম্বারকে। বর্তমানে তিনি বিএনপির সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে তোলপাড়। দলের দুঃসময়ের ত্যাগি বেশ কিছু কর্মী জানান, বিএনপি দলীয় ভিতরে কিছু লোক অর্থের বিনিময়ে তার বিএনপির সদস্য ফরম পূরন করে টাকা খেয়ে তাকে প্রার্থী করেছে। এছাড়াও এই কাউন্সিলকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। কোন কোন ওয়ার্ডে শতকরা ২০ শতাংষেরও বেশি মহিলা ভোটার করা হয়েছে বলে দাবি করেছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা-কর্মী জানান, দলের কতিপয় সিনিয়র নেতাদের অবহেলার ও লোভ-লালসার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছেন দু-র্দীনের কর্মীরা। অবিলম্বে এইসব সুযোগ সন্ধানীদের বাদ দিয়ে যদি যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন ৩নং ভাদুর ইউনিয়নের দুঃসময়ের নেতা কর্মীরা। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |