ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 2 July, 2025, 5:50 PM

গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ি গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হৃদয় হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স-বাংলাদেশ।

বুধবার (২ জুলাই ২০২৫) দুপুর ১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিকরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

তাদের ব্যানারে লেখা ছিলো— “দুনিয়ার মজদুর এক হও।” স্লোগানে তারা বলেন, “শ্রমিকের লাশের উপর দাঁড়িয়ে, কার মুনাফা?" গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” “আর কোনো শ্রমিকের লাশ নয়, নিরাপদ কারখানা নিশ্চিত করতে হবে।”

গাজীপুর মহানগর, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আলন বলেন, “গ্রীনল্যান্ড গার্মেন্টসের মেকানিক্যাল মিস্ত্রি হৃদয় হত্যার দায় কোনোভাবেই মালিক এড়াতে পারে না। আমরা জোর দাবি জানাচ্ছি, মালিকসহ জড়িত সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

পাশাপাশি নিহত শ্রমিক হৃদয়ের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং বন্ধ হয়ে যাওয়া কারখানাটি দ্রুত খুলে দিতে হবে।”

সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি নাহিদুল ইসলাম নয়ন বলেন,“এটি একটি হত্যাকাণ্ড। আজও আমরা এর ন্যায়বিচার পাইনি। সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। শ্রমজীবী মানুষ যদি ন্যায়বিচার না পায়, তাহলে আমরা সমাজের যে পরিবর্তনের কথা শুনি, সেটাকে বিশ্বাস করতে পারবো না।”

সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status