গাজীপুরে বিদেশি রিভলভার, ছয় রাউন্ড গুলি ও জাল টাকাসহ গ্রেপ্তার-২
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে বিদেশি রিভলভার, ছয় রাউন্ড গুলি ও জাল টাকাসহ গ্রেপ্তার-২ বুধবার ভোর রাত ১ টার দিকে টঙ্গী পূর্ব থানা আমতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানের সময় তাকে আটক করা হয়। সকাল ১১ টায়, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম নতুন সময়কে বলেন, ভোর রাতে চেকপোস্টে দায়িত্বরত টিমের তৎপরতায় একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। এই বিষয়ে বেলা আড়াইটায় জিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রো পলিটন পুলিশের মিডিয়া উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম ব্রীফিংয়ে বলেন, ৬ রাউন্ড গুলি ও বিদেশি একটি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার ব্যাক্তি বরিশালের বাবুগঞ্জের মৃত আজহার আলীর ছেলে মো: রাকিবুল হাসান (৪৩), সে ডিএমপি ঢাকার বনানী থানার মহাখালীর ৭তলা সংক্রামক ব্যাধি হাসপাতাল কোয়ার্টারে অস্থায়ী বসবাস করতেন। এছারা তিনি বলেন, ২লাখ ৯৮হাজার দুইশ টাকা সমমূল্যের জাল টাকাসহ জিএমপি গোয়েন্দা উত্তর বিভাগ অপর আরো এক অভিযানে কিশোরগঞ্জের করিমগঞ্জের হাতড়াপাড়া এলাকার সুরুজ মিয়া ও সরুফা বেগম দম্পতির ছেলে মাজহারুল ইসলাম ওরফে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। উভয়ের বিরুদ্ধে সংশ্লীষ্ট আইনে মামলা দায়ের শেষে তাদের আদালতে প্রেরণ কার্যক্রম চলমান বলেও নিশ্চিত করেন পুলিশের এ কর্মকর্তা।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |