উপজেলা কোঅর্ডিনেটর নেবে ওয়ার্ল্ড ভিশন, বেতন ৮০০০০ টাকা
নতুন সময় ডেস্ক
|
![]() উপজেলা কোঅর্ডিনেটর নেবে ওয়ার্ল্ড ভিশন, বেতন ৮০০০০ টাকা প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ; পদের নাম: উপজেলা কোঅর্ডিনেটর; পদসংখ্যা: ১টি; চাকরির ধরন: পূর্ণকালীন; বেতন: ৮০,০০০-৯০,০০০ টাকা; অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২দিন, মোবাইল বিল, উৎসব ভাতা বছরে ১টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; প্রার্থীর বয়স: কমপক্ষে ২৮ বছর হতে হবে; কর্মস্থল: কক্সবাজার; কর্মক্ষেত্র: অফিসে; আবেদনের যোগ্যতা— *অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে; *কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে; *ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; আবেদন যেভাবে— আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুলাই ২০২৫; |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |