ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন মঙ্গলবার (১ জুলাই) উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান ভ্যানে ফিতা কেটে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এর আগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ, ইউ আর সি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, বণিক সমিতির সাধারণ সম্পাদক মামুন ব্যাপারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্তা, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন। জুলাই ২০২৫ হতে আগস্ট ২০২৫ পর্যন্ত দুই মাস মেয়াদী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে । দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে এতে চার ব্যাচে ১০ জন করে ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৪০ জন্য প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কম্পিউটার ও নেটওয়ার্কিং এর মৌলিক জ্ঞান লাভ করবে, যা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |