ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
যশোরে বারান্দা ভেঙে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 1 July, 2025, 4:23 PM

যশোরে বারান্দা ভেঙে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত

যশোরে বারান্দা ভেঙে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত

যশোর সার্কিট হাউজ পাড়ায় বিলডিং ফর ফিউচার লিমিটেডের র্নিমানধীন ভবনের ষষ্ঠ তলার বারান্দা ভেঙে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়া মজমপুর এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মিজান (৩৫), দিনাজপুর এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার আজিজুল(৩৪), রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর গ্রামের মৃত রমজান আলী ছেলে শ্রমিক নুরু (৪৫)। 

ঐ বিল্ডিংএ কর্মরত শ্রমিক রমজান আলী, প্রতিবেশী রিজিয়া বেগমসহ একাধিক শ্রমিকরা জানান, মঙ্গলবার খড়কি সার্কিট হাউজপাড়া ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচারের ০৯ তলা বিল্ডিংয়ের ০৬ তলা উপর বারান্দায় কাজ চলছিল। এ সময় হঠাৎ বারান্দা ভেঙে নিচে পড়ে যায়। 

তখন ২ ইঞ্জিনিয়ার সহ এক শ্রমিক নিচে পড়ে মারাত্মক আহত হন।পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম, পরীক্ষা-নিরীক্ষা করে উভয়কে মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।যশোর কোতোয়ালী থানার এস আই জাহিদ হাসান জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। 

এ বিল্ডিং এর কাজ করছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয়। সম্পূর্ণ নিরাপত্তাহীনভাবে বিল্ডিং এর কাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status