যশোরে বারান্দা ভেঙে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে বারান্দা ভেঙে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়া মজমপুর এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মিজান (৩৫), দিনাজপুর এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার আজিজুল(৩৪), রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর গ্রামের মৃত রমজান আলী ছেলে শ্রমিক নুরু (৪৫)। ঐ বিল্ডিংএ কর্মরত শ্রমিক রমজান আলী, প্রতিবেশী রিজিয়া বেগমসহ একাধিক শ্রমিকরা জানান, মঙ্গলবার খড়কি সার্কিট হাউজপাড়া ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচারের ০৯ তলা বিল্ডিংয়ের ০৬ তলা উপর বারান্দায় কাজ চলছিল। এ সময় হঠাৎ বারান্দা ভেঙে নিচে পড়ে যায়। তখন ২ ইঞ্জিনিয়ার সহ এক শ্রমিক নিচে পড়ে মারাত্মক আহত হন।পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম, পরীক্ষা-নিরীক্ষা করে উভয়কে মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।যশোর কোতোয়ালী থানার এস আই জাহিদ হাসান জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিল্ডিং এর কাজ করছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয়। সম্পূর্ণ নিরাপত্তাহীনভাবে বিল্ডিং এর কাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |