কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে দরজা ভেঙে এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। ভয়ংকর সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেট দুনিয়ায় চলছে তীব্র প্রতিক্রিয়া, প্রতিবাদ আর ধিক্কার।
এই বিভৎস ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। একের পর এক তারকা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেছেন, "দেশের প্রতিটি মানুষ যেনো শান্তিতে বসবাস করতে পারে। প্রতিটি নারী যেনো নিরাপদে চলাফেরা করতে পারে। প্রতিটি অন্যায়ের সঠিক বিচার হোক। আর প্রতিটি ধর্ষকের হোক ফাঁসি। মুরাদনগরের ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।"
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর মন্তব্য আরও গভীর,
"বিবস্ত্র বাংলাদেশ।"
অভিনেতা জিয়াউল রোশান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেছেন, "ধর্ষকদের একটাই শাস্তি-জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল বা ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়। শুধু চাই, তাদের যেনো আর কোনো নারীকে ছোঁয়ার সুযোগ না থাকে।"
অভিনেতা আরশ খান লিখেছেন, "কাপুরুষত্ব যখন চরমে পৌঁছায়, তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্মপরিচয়হীন না হলে একজন নারীর সঙ্গে এমন পাশবিক আচরণ করা সম্ভব না। একবার জারজ সবসময়ই জারজ থাকে।"
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত শিমুল শার্মার প্রতিবাদ ছিল কবিতা,
"কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।"
অভিনেতা সাইদুর রহমান পাভেল ফেসবুক লাইভে এসে বললেন, "ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিন। ওদের বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এখন মনে হচ্ছে ভুল করছি, ভুল করেছে সবাই।"