বাংলাদেশের কাপড়-পাট-সুতা আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, বেনাপোলে বন্ধ রপ্তানি
জি,এম,আমিনুর রহমান
|
![]() বাংলাদেশের কাপড়-পাট-সুতা আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, বেনাপোলে বন্ধ রপ্তানি শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে। যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়। এই নিষেধাজ্ঞা ভারত হয়ে নেপাল ও ভুটানে যাওয়া বাংলাদেশি পণ্যের ওপর প্রযোজ্য হবে না। তবে, নেপাল ও ভুটান হয়ে বাংলাদেশের এসব পণ্যের পুনরায় ভারতে রপ্তানি অনুমোদিত হবে না। এর আগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন বিষয়টি গতকালই চিঠি পেয়েছেন তারা। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে দু দেশের ব্যবসায়িরা। তবে বন্দর কতৃপক্ষ বলেন বিষয়টি দু দেশের সরকারের। তারা ব্যবসায়িদের কাছ থেকে বিষয়টি জেনেছেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |