রাণীনগরে পৃথক অভিযানে তিনজন গ্রেফতারসহ গাঁজার গাছ উদ্ধার
কাজী আনিছুর রহমান,রাণীনগর
|
![]() রাণীনগরে পৃথক অভিযানে তিনজন গ্রেফতারসহ গাঁজার গাছ উদ্ধার অভিযানে ওই গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে অমল চন্দ্র (৩৯) কে আটক করা হয় এবং তার বাড়ীর আঙ্গিনা থেকে চাষকৃত দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাছ দুটির ওজন প্রায় তিন কেজি হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এঘটনায় শনিবার সকালে মামলা রুজু করে রুজুকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া একই রাতে আদালতের পরোয়ানা অনুযায়ী উপজেলার চকাদীন গ্রামের নজু সরদারের ছেলে ফজলু সরদার(২৮) এবং গোনা মধ্যপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম(৩৪)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |