জলবায়ু অর্থায়নের দাবিতে সাতক্ষীরায় সাইকেল র্যালি অনুষ্ঠিত
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() জলবায়ু অর্থায়নের দাবিতে সাতক্ষীরায় সাইকেল র্যালি অনুষ্ঠিত বিভিন্ন দাবি লেখা সম্বলিত ব্যানার ও প্লাকার্ড সহকারে শহীদ আব্দুর রাজ্জাক হতে বের হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শহীদ রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সাইকেল র্যালি পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, পরিবেশ অধিদপ্তরের ইসিএ সদস্য সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসিএ সদস্য শেখ আফজাল হোসেন, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, হৃদয় মন্ডল, শিক্ষার্থী উম্মে ফাতেমা উর্মি, পূজা ঘোষ প্রমুখ। সাইকেল র্যালিতে সুন্দরবন ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |