পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১, আহত কমপক্ষে ৩০
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১, আহত কমপক্ষে ৩০ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শুক্রবার একটি বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ে পক্ষের স্বজনরা দূর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে বাসটির সংঘর্ষে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। ![]() পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১, আহত কমপক্ষে ৩০ এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, এ ঘটনায় আশপাশের উপজেলা গুলোর এম্বুলেন্স গুলো জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |