গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত নিহত জামাল হোসেন ময়মনসিংহের ভালুকা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকায় একটি পোষাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চালিয়ে জামাল হোসেন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা অভিমুখে যাচ্ছিলেন। দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ব্যাক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি আইয়ুব আলী। স্থানীয়দের মতে, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি এবং অসতর্কতার কারণে প্রায়সই দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |