প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগ
সালাহ উদ্দীন খান রুবেল , নেত্রকোণা
|
![]() প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগ আজ বৃহস্পতিবার বিকেলের দিকে নেত্রকোণা জেলা শহরের উপজেলা মার্কেটের তৃতীয় তলা ভুক্তভোগী সৌদি প্রবাসী মোঃ শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে তার স্ত্রী ডেইজি আক্তার, শ্বাশুড়ি মাজেদা আক্তার ও স্ত্রীর বড় ভাই বিপ্লব আহমেদের বিরুদ্ধে এই অভিযোগ করেন। নেত্রকোণা জেলা শহরের সাতপাই বিলপাড় এলাকার বাসিন্দা মোঃ সামছু উদ্দীনের ছেলে সৌদি আরব প্রবাসী মোঃ শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে সৌদি আরব প্রবাসী মোঃ শফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ১৯ বছর ধরে প্রথমে ওমান পরে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাসে থাকাকালীন পারিবারিক সিদ্ধান্তে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার চারুলিয়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে ডেইজি আক্তারের সাথে বিয়ে হয়। ওই দম্পত্তির ৯বছরের এক মেয়ে রয়েছে। শফিকুল ইসলাম ওমান ও সৌদি আরবে থাকাকালীন দেশে স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠাইতেন। শফিকুল ইসলামের স্ত্রী ডেইজি আক্তার স্বামীর পাঠানো টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন এবং শফিকুল ইসলামের স্ত্রী তার নামে বিভিন্ন উপায়ে টাকা জমা রাখেন। ২০২৫ সালের ১লা জানুয়ারী মোঃ শফিকুল ইসলাম দেশে আসেন। দেশে এসে শফিকুল ইসলাম তার স্ত্রী ডেইজি আক্তারের কাছে টাকা ও ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকানা চাইলে ক্ষিপ্ত হোন। এনিয়ে বিভিন্নভাবে শফিকুল ইসলামের স্ত্রী ডেইজি আক্তার ও শফিকুল ইসলামের শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও জানান, শফিকুল ইসলামের স্ত্রী ডেইজি আক্তার একাধিক পরকীয়া সম্পর্ক রয়েছে। যার একাধিক ভিডিও ও স্থীর চিত্র আমার কাছে রয়েছে। সৌদি আরব প্রবাসী মোঃ শফিকুল ইসলাম আরও বলেন, তাঁর প্রায় কোটি টাকার উপরে আত্মসাৎ করেছেন তার স্ত্রী ডেইজি আক্তার ও শ্বশুর বাড়ীর লোকজন। এমনকি বিলপাড়ের বাসা থেকে সম্প্রতি লুঠপাট করে নগদ অর্থ, স্বর্ণালংকার সহ মালমাল লুঠ করে নিয়ে যায়। এসব ঘটনার প্রতিবাদ করতে চাইলে স্ত্রী ডেইজি আক্তার ও তার পরিবারের লোকজন স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে হত্যা ও মিথ্যা মামলার হুমকি ধামকি দেয়। অভিযুক্ত ডেইজি আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |