অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
রাকিবুল হাসান খোকন
|
![]() অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে একটি মহল শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া, বালিজুরিসহ ঝিনাইগাতী, নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ও পাহাড় ধ্বংস করছে। এ ব্যাপারে প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু লোক দেখানো দু-একটি অভিযান পরিচালনা করলেও থেমে নেই বালু উত্তোলন। দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে নদী ও পাহ বাঁচানোর দাবি জানান বক্তারা।গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য দেন ব্যারিস্টার মো. শাহাদাৎ হোসে জিকু, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. রোকুনুজ্জামান রুকন, সমাজসেবক মো. রুমান, মো. সুমন, সুল মাহমুদ সুমন, আল শাহরিয়ার শুভ, সালমান, আরিফ, শাকিল প্রমুখ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |