বিয়ের পর নিজেকে হারিয়ে ফেলার কোনো প্রশ্নই ওঠে না
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়ের পর নিজেকে হারিয়ে ফেলার কোনো প্রশ্নই ওঠে না এমন প্রশ্নে ঐশ্বরিয়ার ব্যাপক হাসি পায়। হেসে হেসে তিনি বলেন, ‘আমি সন্তানদের জন্য মুখিয়ে আছি, আমি বিবাহিত জীবন উপভোগ করছি, এতে নিজেকে হারিয়ে ফেলার কোনো প্রশ্নই আসে না।’ বছর কয়েক আগে অভিষেক বচ্চন ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দেওয়া এক সাক্ষাতকারে জানান, কিভাবে ঐশ্বরিয়া স্বেচ্ছায় মাতৃত্বকে গ্রহণ করেছিলেন এবং কিভাবে তিনি তাদের কন্যা আরাধ্যার জন্য একজন ‘সুপারমম’। সাক্ষাতকারে অভিষেক বলেন, ‘যখন ও মা হলো, তখন তার ক্যারিয়ার দ্বিতীয় সারিতে চলে গেল। আজ সে আরাধ্যর জন্য সবকিছু করে। সে একজন সুপারমম। এখনো মানুষ তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলে উল্লেখ করে এবং আমি জানি, সে এই ভালোবাসার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। সে তার ভক্তদের মূল্য দেয় এবং তার ক্যারিয়ার থেকে পাওয়া প্রশংসা ও চমকগুলো উপভোগ করে। ব্যস্ত ভ্রমণসূচি বা অদ্ভুত সময়ে কাজের চাপের মধ্যেও আমি কখনো তাকে বিমানের সামনের সিট বা পেছনের সিট, মারুতি বা মার্সিডিজ নিয়ে অভিযোগ করতে শুনিনি।’ ২০১১ সালে মেয়ে আরাধ্যা জন্মের পর থেকে কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন ঐশ্বরিয়া। এরপর থেকে তিনি কেবল সেই কাজগুলোই করছেন যেগুলোর জন্য তিনি সত্যিই অনুপ্রাণিত বোধ করেন এবং সেগুলোর জন্য আরাধ্যার পাশে না থেকে শুটিং সেটে যাওয়াটা সার্থক মনে করেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |