নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘টোস্ট’: পরিবারকে এক সুতোয় বাঁধার উদ্যোগ
নতুন সময় প্রতিবেদক
|
![]() নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘টোস্ট’: পরিবারকে এক সুতোয় বাঁধার উদ্যোগ টোস্টের পেছনে রয়েছে এক বিশেষ গল্প— এক সময়ের যৌথ পরিবারের ৫১ জন সদস্য আজ ছড়িয়ে আছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। তবে দূরত্ব তাঁদের বিভক্ত করতে পারেনি; বরং তাঁরা সবাই একসঙ্গে কাজ করছেন এই প্ল্যাটফর্মের কনটেন্ট তৈরিতে। ![]() নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘টোস্ট’: পরিবারকে এক সুতোয় বাঁধার উদ্যোগ টোস্ট মূলত এমন কনটেন্ট তৈরি করবে, যা পুরো পরিবার একসঙ্গে উপভোগ করতে পারবে। 🔹 হাস্যরস ও বিনোদন – পারিবারিক মজার ঘটনা, প্র্যাঙ্ক ও মজার উপস্থাপনা 🔹 সামাজিক বার্তা – সমাজের নানা অসঙ্গতি নিয়ে ভিন্নধর্মী অনুষ্ঠান 🔹 তারকাদের নিয়ে অনুষ্ঠান – সেলিব্রিটি শো, স্ট্রিট শো, পডকাস্ট 🔹 নাটক ও শর্ট ফিল্ম – ছোট দৈর্ঘ্যের সিনেমা, যা বিশ্ববাজারের জন্য নির্মিত হবে 🔹 লাইভ অনুষ্ঠান – বাস্তব অভিজ্ঞতার গল্প ও সরাসরি দর্শক সংযোগ 🔹 উইকেন্ড স্পেশাল – প্রতি শুক্রবার ও শনিবার বিশেষ কনটেন্ট এক কাপ চায়ের সঙ্গে টোস্ট! টোস্ট টিমের ভাষায়, "বিচিত্র সব বিনোদন আর তথ্য নিয়ে এক কাপ চায়ের সঙ্গে, টোস্ট আপনার প্রতিদিনের সকালটা শুরু করে দিবে!" প্রতিদিনের নিয়মিত কনটেন্টের পাশাপাশি থাকছে বিশেষ আয়োজন। নেতৃত্বে তরুণদের উদ্যম খ্যাতিমান নাট্যকার ও পরিচালক মাসুম শাহরিয়ার এর নেতৃত্বে একদল উদ্যমী তরুণ এই প্ল্যাটফর্মে কাজ করছেন। আপাতত YouTube, Facebook, X (Twitter)-এর মাধ্যমে যাত্রা শুরু হলেও, খুব শিগগিরই আসছে টোস্ট-এর নিজস্ব অ্যাপ। এই ঈদে বাড়তি আনন্দ, স্টে টোস্ট ফর মোর টুইস্ট! পরিবারকে একত্রে বিনোদিত করার এ ধরনের উদ্যোগ সত্যিই অভিনব। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে টোস্ট হতে পারে উৎসবের অন্যতম উপহার। 📺 টোস্ট দেখুন এখান থেকে: 🔗 YouTube: https://www.youtube.com/@channeltoast 🔗 Facebook: https://www.facebook.com/channeltoast 🔗 Instagram: (লিংক আসেনি, চাইলে যুক্ত করুন) 🎬 স্টে টোস্ট ফর মোর টুইস্ট!
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |