শাকিবের দুষ্টু কোকিল টালিউডের নুসরাত জাহান
নতুন সময় ডেস্ক
|
![]() শাকিবের দুষ্টু কোকিল টালিউডের নুসরাত জাহান মাসখানেক আগেই মুম্বাইয়ে গিয়ে ‘বরবাদ’ সিনেমার আইটেম নম্বর ‘চাঁদমামা’র শুটিং করে এসেছিলেন নুসরাত জাহান। জানা গেছে, ‘তুফান’ সিনেমারও দ্বিগুণ বাজেটে তৈরি হয়েছে ‘বরবাদ’ সিনেমা। সুপারস্টার শাকিব খানের জন্মদিন প্রাক্কালে সেই গানের এক ঝলক দেখিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোড়ন সৃষ্টি করলেন দুই বাংলার দুই তারকা। ড্যান্সফ্লোরে শাকিব-নুসরাতের রোমান্টিক পারফরম্যান্স যে ঈদ আসার আগেই সুপারহিট, সেটি বেশ স্পষ্ট জানা গেল। আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) শাকিবের জন্মদিন। অন্যদিকে ঈদ ৩১ মার্চ ঈদ। আর উৎসবের কথা মাথায় রেখেই দিনদুয়েক আগে আইটেম নম্বর ‘চাঁদমামা’র টিজার প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। মেহেদি হাসানের ‘বরবাদ’ সিনেমায় থাকছে এ গান। যে ছবির শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ‘খাদান’-এর ‘কিশোরী’ ইধিকা পাল। আর সেই সিনেমারই অংশ নুসরাত জাহানের আইটেম গান ‘চাঁদমামা’। অতঃপর দুই বাংলার অনুরাগীদের জন্য যে এটি বড় ঈদের উপহার হতে চলেছে, তা বলাই যায়। তাদের কথায়— চলতি বছর ঈদের চাঁদ সম্ভবত সত্যিই অনেক বেশি উজ্জ্বল হতে চলেছে। উল্লেখ্য, শাকিবের সঙ্গে এটা টলিউড অভিনেত্রীর দ্বিতীয় কাজ। এর আগেও ‘নকাব’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। তখনও শাকিব-নুসরাত জুটিকে পছন্দ করেছিলেন দুই বাংলার দর্শকরা। তবে এবার শুধু আইটেম গানের জন্য জুটি বেঁধে কেমন অভিজ্ঞতা? মুম্বাই থেকে শুটিং করে ফিরেই অভিনেত্রী বলেন, একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময়েই ভালো হয়। তা ছাড়া শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। বাকিটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে সবাইকে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |