গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইইউ
|
![]() গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইইউ বুধবার (১৯ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, "দ্য পাথওয়েজ টু হিলিং: এ সারভাইভার-সেন্ট্রিক অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস" শীর্ষক এ প্রকল্পে ইইউ ২ মিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে। ঢাকায় অবস্থিত ইইউ দূতাবাসের তথ্য অনুযায়ী, এই প্রকল্প ২০২৬ সালের আগস্টের মধ্যে বাস্তবায়িত হবে। সহিংসতায় আহতদের শারীরিক ও মানসিক পুনর্বাসন, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সামাজিক সংহতি জোরদার করাই এর মূল লক্ষ্য। ইইউ ও বাংলাদেশ সরকার প্রয়োজনে এই সহায়তা কার্যক্রমের সময়সীমা আরও বাড়ানোর সম্ভাবনার কথাও জানিয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |