পিরোজপুরে ভেজাল শিশু খাবার উৎপাদন, আটক -২
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() পিরোজপুরে ভেজাল শিশু খাবার উৎপাদন, আটক -২ বুধবার (১৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠী বাজার সংলগ্ন একটি বাড়িতে অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থার পিরোজপুর অফিসের কর্মকর্তাগন। প্রাথমিকভাবে অভিযোগেরসত্যতা নিশ্চিত হলে উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রামান্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় নামবিহীন ওই কারখানাটি সিলগালা করে ১ লাখ টাকা জরিমানা এবং কারখানার মালিক নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মো. মিরাজ হাওলাদার (৩৫) ও মো. রাব্বি হাওলাদার (২২) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি। তিনি জানান, এখানে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ভেজাল ও মানহীন ক্ষতিকর শিশু খাবার উৎপাদন হচ্ছে বিভিন্ন কোম্পানির মোড়কে। এ অপরাধে দুজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়েছে ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, জেলা ভোক্তা অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়সহ জাতীয় গোয়েন্দা সংস্থা পিরোজপুর জেলা শাখার সদস্যরা। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |