ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 March, 2025, 11:08 AM

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু আজ

জাতীয় ঐকমত্য কমিশন আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করছে। সংস্কার সুপারিশের বিষয়ে মতামত দিয়েছে ১৫টি দল। রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক কাঠামো উন্নয়নের লক্ষ্যে গঠিত এই কমিশন সংশ্লিষ্ট দলগুলোর মতামত সংগ্রহ ও আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে কাজ করছে।

কমিশনের পাঠানো সংস্কার প্রতিবেদনের সুপারিশের ওপর মতামত চেয়ে ৩৮টি রাজনৈতিক দলের কাছে আহ্বান জানানো হলেও এ পর্যন্ত  ১৫টি দল তাদের মতামত জমা দিয়েছে। বাকিদের কাছ থেকে মতামত সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সঙ্গে আলোচনা করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক সংস্কারের ব্যাপারে একটি গ্রহণযোগ্য ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে কাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দল জানিয়েছে, তারা এই আলোচনায় অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে এবং গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করবে।


বিশ্লেষকদের মতে, এই সংলাপ দেশের রাজনৈতিক অঙ্গনে সমঝোতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status