জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু আজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু আজ কমিশনের পাঠানো সংস্কার প্রতিবেদনের সুপারিশের ওপর মতামত চেয়ে ৩৮টি রাজনৈতিক দলের কাছে আহ্বান জানানো হলেও এ পর্যন্ত ১৫টি দল তাদের মতামত জমা দিয়েছে। বাকিদের কাছ থেকে মতামত সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সঙ্গে আলোচনা করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক সংস্কারের ব্যাপারে একটি গ্রহণযোগ্য ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে কাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দল জানিয়েছে, তারা এই আলোচনায় অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে এবং গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করবে। বিশ্লেষকদের মতে, এই সংলাপ দেশের রাজনৈতিক অঙ্গনে সমঝোতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |