ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
এক দলিলে দুই খারিজ দিয়ে তহশিলদারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Wednesday, 19 March, 2025, 11:12 PM

এক দলিলে দুই খারিজ দিয়ে তহশিলদারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

এক দলিলে দুই খারিজ দিয়ে তহশিলদারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) জহিরুল ইসলামের বিরুদ্ধে এক দলিলে দুই খারিজ দিয়ে জমির প্রকৃত মালিককে হয়রানি করার অভিযোগ উঠেছে।

গত ৬ নভেম্বর ২০২৪ খ্রি: তেঁতুলিয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার বরাবরে মো: ওয়াজেদ আলী সাং নিজবাড়ী, দেবনগড়, তেঁতুলিয়া, পঞ্চগড় বাদী হয়ে উক্ত অভিযোগ পত্রটি দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে বাদী জানা যায় ১ নং বিবাদী জহিরুল ইসলাম সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ২ নং বিবাদী আনোয়ার হোসেন , আঠারখাড়ি-পাথরঘাটা, দেবনগড়, তেঁতুলিয়া পঞ্চগড় দুজনেই পরিকল্পিত ভাবে ভুয়া দলিল ও ভুয়া খারিজ তৈরী করে বাদীর ভোগ দখলীয় জমি নামজারি করে জবর দখল করেন।

অভিযোগকারী ওয়াজেদ আলী বলেন আমি ২ নং বিবাদী আনোয়ার হোসেনের কাছে গত ১২ এপ্রিল ২০১৬ ইং তারিখে ৮১০/১৬ নং সাব কবলা দলিল মূলে ২৩ শতাংশ জমি ০৩ টি দাগ উল্লেখ্য করে যথাক্রমে (৬২৪, ৬১৯,৬০৭ এস এ খতিয়ান ৩৮০) বিক্রয় করি এবং তিনটি দাগের মধ্যে ক্রেতার পছন্দ অনুযায়ী ভিটেবাড়ি করার উপযোগী ৬২৪ দাগে কলমী নকশায় চিহ্নিত করে ঐ দাগে ২৩ শতাংশ জমির মধ্যে ২৩ শতাংশই দখল বুঝাইয়া দেই। এরপর ২নং বিবাদী আনোয়ার হোসেন উক্ত জমির উপর বাউন্ডারি ওয়াল দিয়ে মাটি ভরাট করে বিল্ডিং বাড়ি নির্মাণ করে। এরপর ২ নং বিবাদী উক্ত জমি নিজ নামে খারিজের জন্য আবেদন করলে ৮৬৮ নং খারিজ খতিয়ান মূলে ২৩ শতাংশ জমি নামজারি করে দেওয়া হয়। নাম জারি করার পর ২ নং বিবাদী পরিকল্পিত ভাবে আমার আধিয়ারের সাথে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ করতে থাকে এবং ৬১৯ দাগে জমি দখল করবে বলে বার বার হুমকি প্রদান করতে থাকে। আমার জমির আধিয়ার আমাকে বিষয়টি অবগত করলে আমি ২ নং বিবাদী আনোয়ারের কাছে জানতে চাইলে আনোয়ার বলে ৬১৯ দাগে ০৬ শতাংশ জমি আমার । বিবাদী আনোয়ার আমাকে জমির উপর গেলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে এবং জমি দখলে নেয়ার চেষ্টা করে । এরপর আমি আমার আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে এনজাংশনের/চিরস্থায়ী মামলা দায়ের করি।

এই মামলাটিতে জয়লাভ করার জন্য ২ নং বিবাদী ও ১ নং বিবাদী পরিকল্পিত ভাবে আমার ভোগ দখলীয় ৬১৯ নং দাগের ২৫ শতাংশ জমির মধ্যে ৬ শতাংশ জমি গোপনে নামজারি করে । তেঁতুলিয়া উপজেলার ঝাড়বাড়ী মৌজার ৬১৭ নং খারিজ খতিয়ান থেকে আমি ২ নং বিবাদী আনোয়ার হোসনকে ৮১০ নং সাব কবলা দলিল মূলে ৮৬৮ নং খারিজ খতিয়ানে ২৩ শতাংশ জমি বুঝাইয়া দেবার পরও কিভাবে বিবাদী পুনরায় একই দলিলে ৯৬৬ নং খারিজ খতিয়ানে আবারও ০৬ শতাংশ জমি নামজারি করতে পারে ?

১ নং বিবাদী জহিরুল ইসলামের সহযোগীতায় ২ নং বিবাদী আনোয়ার হোসেন ভুয়া নামজারি করার পর আমার ভোগদখলীয় জমি  জবর দখল করে নেয়। আমি পুনরায় আইনজীবীর কাছে পরামর্শ চাইতে গেলে আমার আইনজীবী বলেন যেহেতু জমি বেদখল হয়ে গেছে তাহলে এই মামলা তুলে ফেলতে হবে না হয় পুনরায় ভোগদখলে রাখতে হবে।

আমি একজন অসহায় । আমার জীবন নাশের হুমকি আছে বিধায় আমি চলমান এনজাংশনের /চিরস্থায়ী মামলাটি তুলে ফেলি। এবং পুনরায় জমি উদ্ধারের জন্য মামলা করার প্রস্তুতি গ্রহন করি।

এরপর আমি ৯৬৬ নং খারিজটি বাতিলের জন্য আবেদন করলে বিজ্ঞ সহকারী ভূমি কমিশনার আমার আবেদন আমলে নিয়ে ৯৬৬ নং খারিজ খতিয়ান বাতিল করে দেন। আমাকে না জানিয়ে ১ নং বিবাদী জহিরুল তহশিলদার ২নং আসামীকে নামজারি দিয়ে আমাকে হয়রানি করেছেন। আমি ঐ মামলাটি প্রায় ২ বছর ধরে লড়েছি সবশেষে জমি বেদখল ফলে আমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হই । এখন পুনরায় জমি উদ্ধারের মামলা করতে হবে। আমি বিবাদীদ্বয়ের বিরুদ্ধে উক্ত ভুয়া খারিজ খতিয়ান করার  জন্য সহকারী ভূমি কমিশনার এর নিকট অভিযোগ পেশ করি। কিন্তু ইতিমধ্যে অভিযুক্ত ১ নং আসামী বদলি নিয়ে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে চলে যায়।  যেহেতু অভিযুক্ত ১ নং আসামী অন্য উপজেলায় বদলি আছেন সেহেতু ঐ উপজেলার সহকারী ভূমি কমিশনারের কাছে আমার অভিযোগ পত্রটি ফরওয়ার্ড করেন। এবং আমাকে মামলা করবার জন্য আইনী পরামর্শ প্রদান করেন তেঁতুলিয়া উপজেলার সহকারী ভূমি কমিশনার মাহবুবুল হাসান।

অভিযুক্ত তহশিলদার জহিরুল ইসলাম বলেন আমি জমি দখলে পাইছি তাই খারিজ দিয়েছি। নোটিশ করার দায়িত্ব আমার না । নোটিশ করার দায়িত্ব এ্যাসিল্যান্ডের ।

পঞ্চগড় সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোহন মিনজি বলেন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একটি শুনানি করা হয়েছে। কাগজপত্র আরও পর্যালোচনার জন্য সময় নেওয়া হয়েছে। পরবর্তী শুনারির দিন তারিখ বাদী বিবাদীকে জানানো হবে।

 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status