ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
পিরোজপুরে স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Wednesday, 19 March, 2025, 9:39 PM

পিরোজপুরে স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুরে স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুরের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক ও তার স্ত্রী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।

 মঙ্গলবার (১৮ মার্চ) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি তারা নিশ্চিত করেছেন। মামলা নং ০৩/২০২৫, ০৪/২০২৫। তারিখ ১৯/০৩/২০২৫।

মামলা সূত্রে জানা যায়, মজিবুর রহমান খালেক তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ তিন কোটি ছিয়াশি লক্ষ উনআশি হাজার নয়শত চৌত্রিশ টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দূর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অন্যদিকে সালমা রহমান হ্যাপী তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি আশি লক্ষ এক হাজার দুইশত উননব্বই টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দূর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১)ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তাছাড়াও মজিবুর রহমান খালেক এর নামে জেলার বিভিন্ন মৌজায় ১৫.৪৫ একর জমি, মাছিমপুর মৌজার ম্যাটারনিটি সড়কে আবাসিক বাড়ি ও এ এগ্রো ফুড লিমিটেড নামীয় কোম্পানির ভবন এবং মেশিনারিজ ক্রয়, একই কম্পানির শেয়ার ক্রয়, ব্যাংক জমার স্থিতি, বীমা পলিসি বাবদ টাকা, আইচ ফ্যাক্টরি নির্মান, মেসার্স তৌকির কনস্ট্রাকশন নামে ঠিকাদারি ব্যাবসা, মেসার্স অভি ট্রেডার্স, মেসার্স অভি ব্রিকস নামে ইট ভাটায় বিনিয়োগ সহ অন্যান্য অস্থাবর সম্পদ সহ মোট পাঁচ কোটি আটান্ন লক্ষ একত্রিশ হাজার তিনশত আশি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পেয়েছেন দুদক।

সালমা রহমান হ্যাপীর নামে পিরোজপুর জেলার বিভিন্ন মৌজায় ১০.০৬৫ একর জমি, মাছিমপুর মৌজায় ১৮শতক জমিসহ একটি দালান ঘড়,শহরের আমলাপড়া এলাকায় সেমি পাকা একটি দালান ঘড়, রাজধানী ঢাকার পল্লবী থানার কাউনিয়া মৌজায় ০৫ কাঠা জমি ক্রয়, মেসার্স আবির এন্ড ব্রাদার্স নামে ঠিকাদারি ব্যাবসা, টয়োটা এলিয়ন নামীয় ব্যাক্তিগত গাড়ি ক্রয়, ব্যাংক জমার স্থিতি ও বীমা পলিসি বাবদ টাকা, বিভিন্ন ব্যাবসায় বিনিয়োগ সহ মোট দশ কোটি চব্বিশ লক্ষ আটাত্তর হাজার আটশত পচিশ টাকার স্থাবর – অস্থাবর সম্পদের তথ্য পেয়েছেন দুদক। 

দুদক পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ - পরিচালক মো. আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের উভয়ের বিরুদ্ধে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের নির্দেশে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মজিবুর রহমান খালেক এবং সালমা রহমান হ্যাপীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status