গাজীপুরে উদ্ভোদনের অপেক্ষায় ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে, চলছে শেষমুহুর্তের প্রস্তুতি
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে উদ্ভোদনের অপেক্ষায় ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে, চলছে শেষমুহুর্তের প্রস্তুতি দেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে সড়কপথে যাতায়াত হবে আরও সহজ থেকে সহজতর। জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা-বাইপাস) চার লেন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। চলতি মাসের শেষের দিকে খুলে দেওয়া হতে পারে রাস্তাটির একাংশ। দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক হতে চলেছে এটি। উন্নত বিশ্বের মতো করে আধুনিক প্রযুক্তিতে এই এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলছে চীনা প্রযুক্তিতে চীন-বাংলাদেশের শ্রমিক ও প্রকৌশলীর সমন্বয়ে। এটি বাংলাদেশের প্রথম সড়ক, যাতে ব্যবহার করা হচ্ছেনা সচরাচর ব্যাবহৃত কোনো ইট। এতে ব্যবহার করা হচ্ছে চীনের প্রযুক্তিতে তৈরি সেমি-রিজিড পেভমেন্ট। এতে করে সাধারণ পিচ ঢালাই রাস্তার মতো বৃষ্টি বা জলাবদ্ধতায় ক্ষতি হবে না এ সড়কটির। এতে কমবে সড়ক রক্ষণাবেক্ষণ খরচ। সেইসঙ্গে রাস্তাও হবে বেশ টেকসই ও মজবুত। পুরো সড়কটি থাকছে বিশেষ কয়েক প্রকার ক্যামেরার আওতায়। এতে করে বাস্তবায়ন করা যাবে গাড়ির মাত্রাতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা। এ ছাড়া, এ রাস্তায় এক লেনের গাড়ি অন্য লেনে যেতে পারবে না। পথচারী পারাপার, লরি চলাচল ও স্থানীয়দের আশা-যাওয়ার জন্য আছে আন্ডারপাস। আবার দুই পাশের দুই এলাকাকে সংযুক্ত করেছে সার্ভিস লেনে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |