ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
গুম কমিশনের মেয়াদ তিন মাস বাড়লো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 March, 2025, 9:14 PM

গুম কমিশনের মেয়াদ তিন মাস বাড়লো

গুম কমিশনের মেয়াদ তিন মাস বাড়লো

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গঠিত গুম কমিশনের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে।

গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, আগামী ৩০ জুন পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হলো।

এতে বলা হয়, এই প্রজ্ঞাপন গত ১৫ই মার্চ থেকে কার্যকর হবে বলে গণ্য হবে।

পূর্বের সময়সীমা অনযায়ী, গত ১৫ই মার্চ গুম কমিশনের মেয়াদ শেষ হওয়া এবং এই তারিখের মাঝেই প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

এ নিয়ে কয়েক ধাপে গুম কমিশনের মেয়াদ বাড়ানো হলো।

গত ২৭শে অগাস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status