ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
জিয়া পরিবারের রোগমুক্তি কামনায় গাছায় তাঁতীদলের ইফতার অনুষ্ঠিত
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 18 March, 2025, 8:16 PM

জিয়া পরিবারের রোগমুক্তি কামনায় গাছায় তাঁতীদলের ইফতার অনুষ্ঠিত

জিয়া পরিবারের রোগমুক্তি কামনায় গাছায় তাঁতীদলের ইফতার অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির লক্ষ্যে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারে এক শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা দোয়া মাহফিল ও রোযাদারদের মাঝে ইফতার গ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮মার্চ) ১৭ রমজান বিকেল ৫টায় নগরীর ৩৫নং ওয়ার্ডের বোর্ডবাজার হাজী আহাম্মদ আলী পাবলিক স্কুলে গাছা থানা তাঁতীদলের আয়োজনে এ ইফতার গ্রহণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ও গাছা থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খাঁন।

প্রধান অতিথী তার বক্তব্যে গত ১৬ বছর আ'লীগ সরকারের সময় এসব অনুষ্ঠান প্রকাশ্যে না করতে পারার বিষয়ে উপস্থিত সকলকে অবগত করেন। এছারা সেসময় এসব ইফতার আয়োজন ও সামাজিক আনুষ্ঠানিকতায় অংশ না নিতে পারার জন্যে মামলা হামলা দিয়ে হেনস্তা করা হয়েছে বলেও গুরুত্বের সহিত আলোকপাত করেন ফারুক খাঁন। 

এছারা প্রধান অতিথী তার বক্তব্যের একপর্যায়ে  বেগম জিয়া, তারেক রহমান-সহ জিয়া পরিবারের সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া প্রত্যাশা করেন। শেষে সমাজের সুবিধাবঞ্চিতদের কথা মাথায় রেখে এমন সুন্দর ইফতার আয়োজন করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।

গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও গাছা থানা তাঁতী দলের আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে, মহানগর তাঁতী দলের সদস্য ও গাছা থানা তাঁতী দলের সদস্য সচিব মোঃ আজিজুর রহমান সরকারের সঞ্চালনায় এতে 
আরো বক্তব্য দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনুর রশিদ খান, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজাহার খন্দকার, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি দানিছুর রহমান দিদার, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী সরকার ও ৩৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সম্পাদক মতিউর রহমান মৃধা প্রমূখ।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাঁতীদল নেতা বেলাল হোসেন, মনির হোসেন, বিল্লাল হোসেন, সোহেল মণ্ডল, আলম মিয়া, নয়ন প্রধান, মোশারফ প্রমূখ। এছারা উপস্থিত ছিলেন বিএনপি নেতা, জয়নাল আবেদীন আলম মাস্টার, ইউনুস মাস্টার, আব্দুস সামাদসহ বিএনপি ও সহযোগী সংগঠন গাছা থানা ও সংশ্লীষ্ট বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী সমর্থকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা। 

পরে জিয়া পরিবারের সদস্যসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত সম্পন্ন হয়। অনুষ্ঠানে কয়েকশতাধিক সমাজের খেটে খাওয়া অসহায় দুস্থ সুবিধাবঞ্চিত নানা শ্রেণী পেশার মানুষদের মাঝে উন্নতমানের প্রস্তুতকৃত ইফতার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status