ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
সাঈদীর বিরুদ্ধে যারা মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে-মাসুদ সাঈদী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 March, 2025, 8:12 PM

সাঈদীর বিরুদ্ধে যারা মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে-মাসুদ সাঈদী

সাঈদীর বিরুদ্ধে যারা মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে-মাসুদ সাঈদী

'আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জুডিশিয়াল ও মেডিক্যাল কিলিং করা হয়েছে। আমার বাবার বিরুদ্ধে যারা মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাদের অবশ্যই তারা বিচারের মুখোমুখি হবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না তবে যারা আমার বাবাকে হত্যা করেছে তারা আওয়ামী লীগের লোক। এখনও তারা বিভিন্ন পদে আসীন। তাদের কারণে বাবার হত্যার সমস্ত ডকুমেন্ট হাতে পাচ্ছি না। সব ডকুমেন্ট হাতে পেলেই আমরা দোষীদের বিরুদ্ধে মামলা করবো।’

পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।  

মঙ্গলবার (১৮ মার্চ) পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের রাজনীতিক তথা সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। আওয়ামী লীগ আমাদের নির্বাচন করতে দেয়নি। দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য ১৭ বছর লড়াই করেছে। জামায়াত ইসলামী এদেশে আর কোন স্বৈরাচার দেখতে চায়না। জামায়াত চায় এ দেশে জনগণের ম্যান্ডেট নেওয়া সরকার ও একটি শক্তিশালী বিরোধী দল থাকুক।’

সভায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে মাসুদ সাঈদী বলেন, ‘আমি বা আমাদের সংগঠন পরিবারতন্ত্রে বিশ্বাসী নই। পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করি না। সংগঠন যাকে যোগ্য মনে করে তাকেই মনোনয়ন দেয়। জামায়াত ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুরের দুটি আসনে মনোনয়নের ঘোষণা দিয়েছে।’

তিনি আরও বলেন, 'ছাত্রদের নতুন দলের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নাই। আমার জানা মতে ছাত্রদের দল গঠনে জামায়াতের কোন ভুমিকা নেই। ছাত্ররা যে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে চায় তারা যে সম্ভাবনাকে সামনে নিয়ে আন্দোলন করেছে এবং ফ্যাসিস্ট সরকার পতনের জন্য বিশাল ভুমিকা পালন করেছে সেই সম্ভাবনাকে তারা বাস্তবায়ন করতে চায়। তারা দেখেছে তারা দাবী আদায়ের মাধ্যমে এগুলো করতে পারছে না রাজনৈতিক দলের প্রভাবটাই বেশি থাকছে আমার মনে হয় তারা ধারণা করছে ছাত্র হিসেবে তা সম্ভব না হওয়াতেই তারা দল গঠন করেছে।'

মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মো. আব্দুর রাজ্জাক, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ   উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status