তেঁতুলিয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিবানা আদায়
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() তেঁতুলিয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিবানা আদায় ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া সদর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোনায়েম খানের নেতৃত্বে ১৬ জন বিজিবি সদস্যের একটি চৌকস দল তেঁতুলিয়ার মাগুরা সীমান্তে (পিলার নং ৪৪১/৪এ) অভিযান চালায়। অভিযানে সীমান্তের ১৫০ মিটারের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিল বলে জানা যায়। ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু পাথর উত্তোলনকারী ব্যবসায়ী খন্দকার আরিফ হোসেন কে জিজ্ঞাসাবাদ করলে আরিফ হোসেন বলেন আমি জমির মালিক কাজী মাহবুব এর কাছে জমি লিজ নিয়ে পাথর উত্তোলন করছি, এ সময় তিনি পাথর উত্তোলনের দরপত্র কে অনুমোদন মনে করে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলছিলেন। অপরাধ বুঝতে পেরে স্বীকারুক্তি প্রদান করেন। সহজ স্বীকারুক্তি কারণে অপরাধী কে ১ লক্ষ টাকা জরিবানা করা হয়। ভবিষ্যৎতে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন না করার প্রতিশ্রুতি করানো হয়। কিন্তু এ অভিযানে পুলিশের অনুপস্থিতি উদ্বেগজনক বলে দাবি করেছেন সচেতন মহল। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন অনুমোদনহীন পাথর মহালে পাথর উত্তোলন ও ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলা বন্ধে এমন অভিযান চলমান থাকবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |