ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
হোলিতে রঙ খেলার সুযোগে অশালীন স্পর্শ, মামলা করলেন অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 March, 2025, 3:07 PM

হোলিতে রঙ খেলার সুযোগে অশালীন স্পর্শ, মামলা করলেন অভিনেত্রী

হোলিতে রঙ খেলার সুযোগে অশালীন স্পর্শ, মামলা করলেন অভিনেত্রী

হলি পার্টিতে রঙ মাখানোর সুযোগে অশালীন স্পর্শ করার অভিযোগ উঠেছে সহ-অভিনেতার বিরুদ্ধে। শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় থানায় অভিযোগ করেছেন মুম্বাইয়ের এক অভিনেত্রী। খবর সংবাদ প্রতিদিনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিনেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

জানা গেছে, ঊনত্রিশ বছরের এই অভিনেত্রী বর্তমানে মুম্বাইয়ে একাধিক সিরিয়ালে কাজ করছেন। সম্প্রতি একটি বিনোদন চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত শুক্রবার (১৪ মার্চ) হোলি পার্টিতে অংশ নেন ওই অভিনেত্রী। সেখানে আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ছিলেন।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে আরও বলা হয়, পার্টিতে সব কিছু ঠিকমতোই চলছিল। হঠাৎ মদ্যপ অবস্থায় ওই হোলি পার্টিতে উপস্থিত হন অভিযুক্ত সহ-অভিনেতা। রঙ মাখানোর সুযোগে করতে থাকেন অশালীন স্পর্শ। সে সময় ওই সহ-অভিনেতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। বাধ্য হয়ে হোলি পার্টিতে থাকা ফুচকার স্টলের পিছনে লুকানোর চেষ্টা করেন অভিনেত্রী। অভিনেত্রীর দাবি, সেখানেও পৌঁছে যান সহ-অভিনেতা এবং তাকে জাপটে ধরে অশ্লীলভাবে রঙ মাখান। প্রতিবাদ করলে সহ-অভিনেতা বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি। আমি দেখব তোমাকে পেতে কে বাধা দেয়।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সেই অভিনেত্রী। বাধ্য হয়ে হোলি পার্টি ছেড়ে চলে যান পাশে থাকা রেস্টরুমে। সেখানে গিয়ে ফোন করেন এক বন্ধুকে। দ্রুত সময়ের মধ্যে সেই বন্ধু সেখানে পৌঁছান। অভিনেত্রীর সেই বন্ধুর সঙ্গে অভিযুক্তের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়েছে বলেও জানা যায়।

এরপরই ওই অভিনেত্রী বন্ধুর সঙ্গে থানায় যান। পুরো ঘটনা পুলিশকে জানান। সহ-অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১)(আই)সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status