ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
মেসির দুর্দান্ত কামব্যাক, মায়ামির নাটকীয় জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 March, 2025, 3:05 PM

মেসির দুর্দান্ত কামব্যাক, মায়ামির নাটকীয় জয়

মেসির দুর্দান্ত কামব্যাক, মায়ামির নাটকীয় জয়

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ফিরেছেন ইন্টার মায়ামির মূল একাদশে, আর ফিরেই গোল করে এনে দিয়েছেন নাটকীয় এক জয়! রোববার রাতে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মায়ামি, যেখানে সমতা সূচক গোল করেছেন মেসি আর শেষ মুহূর্তের গোলে মায়ামির জয় নিশ্চিত করেছেন বদলি খেলোয়াড় ফাফা পিকল্ট।

মেসি ইনজুরির কারণে টানা তিন ম্যাচ খেলতে পারেননি। তিন ম্যাচ পর বদলি হিসেবে নামেন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে আর আজ ফিরলেন মূল একাদশে। তিনি ফিরলেন আর মাঠে নেমেই দেখালেন তার ম্যাজিক! ম্যাচের ২০তম মিনিটে দারুণ এক গোল করে সমতা ফেরান তিনি। আটলান্টার মিডফিল্ডার বার্তোজ স্লিশকে চমৎকারভাবে ছিটকে দিয়ে বল দখলে নেন, এরপর বুদ্ধিদীপ্ত চিপ শটে পরাস্ত করেন গোলরক্ষক ব্র্যাড গুজানকে।

এর আগে ১১তম মিনিটেই আটলান্টাকে এগিয়ে দিয়েছিলেন ইমানুয়েল লাট্টে লাথ। যদিও দ্বিতীয় গোলের সুযোগ পেয়েও অফসাইডের কারণে তা বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। কিন্তু শেষ হাসি হাসে মায়ামি। ম্যাচের ৮৯তম মিনিটে কর্নার থেকে জর্দি আলবার ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন ফাফা পিকল্ট। আটলান্টার ডিফেন্ডার আজানি ফর্চুনকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি, যা মায়ামির হয়ে তার প্রথম গোল।

ম্যাচ শেষে মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। তার গোলের মতো সৌন্দর্যপূর্ণ গোল খুব কমই দেখা যায়। পিকল্টের গোলও আমাদের আনন্দ দিয়েছে।’

এই জয়ে চার ম্যাচে ৩ জয় নিয়ে এগিয়ে গেল ইন্টার মায়ামি। মায়ামি এরপর ২৯ মার্চ ঘরের মাঠে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে নামবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status