হামজা জ্বরে কাঁপছে বাংলাদেশ ফুটবল! কে এই হামজা?
নতুন সময় প্রতিবেদক
|
![]() হামজা জ্বরে কাঁপছে বাংলাদেশ ফুটবল! কে এই হামজা? হামজার সঙ্গে তার মা রাফিয়া চৌধুরী, ব্রিটিশ স্ত্রী অলিভিয়া চৌধুরী এবং তাদের সন্তানরাও বাংলাদেশে এসেছেন। সিলেট বিমানবন্দর থেকে তিনি ছাদ খোলা গাড়িতে করে তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে যাবেন। সেখানে একদিন অবস্থান করার পর পরদিন রাতে তিনি ঢাকায় ফিরবেন। ১৯ মার্চ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তার জন্য বিশেষ ফটোশুট ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাফুফে। একই দিনে সন্ধ্যায় তিনি অনুশীলনে যোগ দেবেন এবং এরপর পরিবারসহ ভারতে খেলতে যাবেন। হামজার আগমনকে ঘিরে তার গ্রামের বাড়িতে আনন্দের বন্যা বইছে। স্থানীয় বাসিন্দারা তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিচ্ছেন। দেশের ফুটবলপ্রেমীরা তার উপস্থিতিতে ভবিষ্যতের জন্য আরও আশাবাদী হয়ে উঠেছেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |