চাঁদপুরে নদীর ঘাট থেকে বস্তা ভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
|
![]() চাঁদপুরে নদীর ঘাট থেকে বস্তা ভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা দেশীয় অস্ত্র আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ডাকাতিয়া নদীর ঘাট থেকে ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১টার দিকে শহরের নতুন বাজার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের পাশে ডাকাতিয়া নদীর ঘাট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় জানিয়েছেন চাঁদপুরে আর্মি ক্যাম্পের অপারেশনাল কর্মকর্তা লেফটেন্যান্ট জাবিদ হাসান। মঙ্গলবার সকালে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্লাস্টিকের বস্তায় থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার এসব দেশীয় অস্ত্র আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সন্ত্রাসী, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যেই জেলার তালিকাভুক্ত অনেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |