বৃহত্তর ইলিয়টগঞ্জ ২২ টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধণা
নতুন সময় প্রতিবেদক
|
![]() বৃহত্তর ইলিয়টগঞ্জ ২২ টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক লায়ন একেএম নাছির উদ্দিন মোহন বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোমলমতি শিশুদের জন্য নিয়মিত খেলা ধুলার আয়োজন করা আমাদের দায়িত্ব। সুস্থ্য জাতি গঠনে খেলা ধুলার কোন বিকল্প নাই। শিশু ও ছাত্র সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এবং প্রতিটি পাড়া মহল্লায় নিয়মিত খেলা ধুলার আয়োজন করতে হবে। আর এই আয়োজনে আমার পরিবার ও আমি সর্বদা আপনাদের পাশে থাকবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন শামীম নূর মুন্নী, প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, ইঞ্জিনিয়ার শিমুল হাজারী, প্রধান শিক্ষক সেলিম মিয়া সরকার, মাওলানা মহিউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |