যে কারণে আগস্টে দেশ ছাড়তে বাধ্য হন মানবজমিনের প্রধান সম্পাদক!
নতুন সময় প্রতিবেদক
|
![]() যে কারণে আগস্টে দেশ ছাড়তে বাধ্য হন মানবজমিনের প্রধান সম্পাদক! মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটি আলোচনা। পত্রিকাটির চিফ নিউজ এডিটর সাজেদুল হকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এ সময়। যেখানে তিনি গণ-অভ্যুত্থান চলাকালীন বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন পত্রিকাটির। মতিউর রহমান বলেন, যখন লাইভ করা হতো বিভিন্ন ঘটনার আমার কাছে সরাসরি ফোন আসতো কেন লাইভ বন্ধ করা হচ্ছে না এখনো। তখন আমার নিজের কাছেই অস্থির লাগতো কেন লাইভ বন্ধ করতে হবে। আমি বলতাম অন্যরা তো দেখাচ্ছে, তখন বলতো আপনার আগে করতে হবে, ওইগুলাও আমরা বন্ধ করতেছি। তিনি আরো বলেন, আগস্টে আমি দেশ ছেড়ে চলে গেলাম বাধ্য হয়ে। তখন আমার কাছে দুইটা অপশন ছিলো। হয় দেশ ছাড়তে হবে না হয় জেলে যেতে হবে। এমনকি এয়ারপোর্টে আমি আমার নিজের গাড়ি ব্যবহার করতে পারিনি। অন্য একটি টেলিভিশনের গাড়িতে গিয়েছিলাম আমি। যেদিন ডিএমপি কমিশনারের রিপোর্ট দিলাম, সেদিন অভাবনীয় প্রেশার গেছে আমার উপর দিয়ে। যার ফলে রিপোর্টটি প্রত্যাহার করতে হয়। ওই প্রেশার পত্রিকা বন্ধ করার মতো ছিলো। কিন্ত আমি কাউকে বুঝতে দেইনি।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |