ভালোবাসা দিবসে জেল থেকে জ্যাকলিনকে উড়োজাহাজ উপহার দিলেন সুকেশ
নতুন সময় ডেস্ক
|
![]() ভালোবাসা দিবসে জেল থেকে জ্যাকলিনকে উড়োজাহাজ উপহার দিলেন সুকেশ এই চিঠিতে সুকেশ উল্লেখ করেছেন, ‘প্রিয়তমা, কিছু বলার আগে আমি একটু সময় নিয়ে বলতে চাই। জ্যাকি, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তুমি পৃথিবীর সেরা ভ্যালেন্টাইন। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি।’ এখানেই থামেননি সুকেশ। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দিচ্ছেন বলেও জানিয়েছেন। তার কথায়, অভিনেত্রীর নামের প্রথম অক্ষরগুলো জেটের গায়ে লেখা আছে। এমনকি, জেটের নম্বরটিও জ্যাকলিনের জন্ম তারিখ। সব সময় কাজের জন্য শুটিংয়ের জন্য সারা বিশ্বে ঘুরতে হয় জ্যাকলিনকে। তাই এবার জেটে চড়ে যাতে পছন্দের জায়গায় যেতে পারেন, তাই এই উপহার সুকেশের। ভালোবাসা দিবসে সুকেশ তার জন্ম-জন্মান্তরের সঙ্গী হিসেবে জ্যাকলিনকে পেতে চেয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ যদি কেউ থাকেন, তবে তার চোখে জ্যাকলিন। কোনও কিছুর বিনিময়ে তাকে হারাতে চান না সুকেশ। প্রসঙ্গত, প্রায় ২০০ কোটি টাকার জালিয়াতির মামলায় দীর্ঘদিন জেল হেফাজতে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তবে তার সঙ্গে প্রেম অস্বীকার করলেও, প্রায়ই বিশেষ কোনও অনুষ্ঠানে, জেল থেকে জ্যাকলিনের জন্য প্রেমপত্র পাঠান সুকেশ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |