ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের পায়ে হেঁটে ১৫০ কিমি ভ্রমন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 February, 2025, 2:48 PM

ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের পায়ে হেঁটে ১৫০ কিমি ভ্রমন

ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের পায়ে হেঁটে ১৫০ কিমি ভ্রমন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট গ্রুপের সেবা ও প্রশিক্ স্তরের ৪ জন রোভার স্কাউট সম্প্রতি কক্সবাজার এয়ার বেইজ থেকে চট্টগ্রাম সদর পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমন করেছে। এরা হলেন রোভার মোঃ ইয়াসিন রহমান, রোভার খন্দকার  জানেমুল হক, রোভার সাব্বির আহম্মেদ ও রোভার মোঃ কাউসার অহিদ বিপ্লব। তারা রোভার স্কাউটদের সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্টস রোভার স্কাউট এওয়ার্ড” অর্জনের লক্ষ্যে  এই পরিভ্রমন সম্পন্ন করেছে।

ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের পায়ে হেঁটে ১৫০ কিমি ভ্রমন

ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের পায়ে হেঁটে ১৫০ কিমি ভ্রমন


পরিভ্রমনের সময় তারা সমাজ  সচেতনাতামূলক চারটি শ্লোগান- ১) সমুদ্র রক্ষা, নীল অর্থনীতি, টেকসই উন্নয়নে আনবে গতি: ২)  চাঁদাবাজি সন্ত্রাস, কওে দেশের সর্বনাশ: ৩) সবার জন্য অধিকার, শিক্ষা-স্বাস্থ্য-সুবিচার: ৪) দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ- বহন ও প্রচার করে। 

ঈরিভমন পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ন সরকারি ও বেসরকারি অফিস পরিদর্শন কওে এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গেও সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। ২১ জানুয়ারি  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমান  এই পরিভ্রমন কার্যক্রম উদ্বোধন করেন। 

পরিভ্রমণ দল ২২ জানুয়ারি সকাল ৮টায় কক্সবাজার এয়ার বেইজ থেকে ৫ দিনব্যাপি এই পরিভ্রমণ শুরু করে। পরিভ্রমণ দল ঈদগাঁও, চকোরিয়া, লোহাগাড়া ও গাছবাড়িয়া হয়ে গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় চট্রগ্রাম শহিদ মিনার হয়ে জিরো পয়েন্টে জেলা প্রশাসকের কার্যালয়-এ ৫ দিনব্যাপি এই পরিভ্রমণ সমাপ্ত করে এবং ২৭ জানুয়ারি ঢাকায় ফিরে আসে।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রুপটি বাংলাদেশে স্কাউট আন্দোলনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন অবধি গ্রুপটির ২ জন কৃতি রোভার স্কাউট (পিআরএস) অ্যাওয়ার্ড অর্জন করেছে। এ বছর গ্রুপটির প্রতিষ্টার ১৪ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status