মেয়ের মুসলিম নাম রাখার কারণ জানালেন সুদীপ্তা
নতুন সময় ডেস্ক
|
![]() মেয়ের মুসলিম নাম রাখার কারণ জানালেন সুদীপ্তা ২০১৫ সালের নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন সুদীপ্তা। মেয়ের নাম প্রকাশ্যে আসবার পর থেকেই নানান কটাক্ষ শুনতে হয়েছিল সুদীপ্তাকে। কারণ অভিনেত্রীর মেয়ের নাম শাহিদা। নামের সঙ্গে পদবী নেই। বরং মেয়ের পুরো নাম শাহিদা নীরা। কেউ বলেছেন, তোমার মেয়ে বিদেশে যেতে পারবে না। কেউ বলেছেন, যখন বড় হবে তখন দেশের অবস্থা আরও খারাপ হবে কেন ওর মুসলিম নাম রেখেছো? তবে সব কথায় গুরুত্ব দেন না সুদীপ্তা কিংবা তার স্বামী। একইভাবে শাহিদাও কিন্তু তার এই নামটা খুবই পছন্দ করে। আর পাঁচজনের থেকে একেবারেই আলাদা তার নাম। তাই এই ব্যাপারটা সে খুবই পছন্দ করে। এর উত্তরে অভিনেত্রী বলেন, তিনি চান না তার মেয়ে বাবা ও মায়ের পদবীতে আটকে থাকুক। তবে বড় হয়ে শাহিদা চাইলে বাবা কিংবা মায়ের পদবী ব্যবহার করতেই পারেন। অভিনেত্রীর কথায় তার মেয়ে বড় মনের মানুষ। মেয়েকে তিনি সেভাবেই মানুষ করছেন। তিনি একা নন, তার মেয়ের বড় হয়ে ওঠার পেছনে তার স্বামী অভিষেকের ও ঠিক ততটাই অবদান যতটা তার। মেয়ে যেন আজীবন এতটাই বড় মন এবং দায়িত্ববোধ নিয়ে চলতে পারে, এটাই তার কামনা। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |