ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৪ চৈত্র ১৪৩১
সুপার বোলে ট্রাম্প, মেসি, লামারের পারফরম্যান্স জমল কি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2025, 3:00 PM

সুপার বোলে ট্রাম্প, মেসি, লামারের পারফরম্যান্স জমল কি

সুপার বোলে ট্রাম্প, মেসি, লামারের পারফরম্যান্স জমল কি

যুক্তরাষ্ট্রের ফুটবল টুর্নামেন্ট এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) ফাইনাল নিয়ে আগ্রহের কমতি নেই। খেলা তো বটেই, তার মাঝের হাফটাইম শো নিয়েও হয় ব্যাপক মাতামাতি। এখানে পারফর্ম করেন বিশ্বের নামী পপ তারকারা। এবার যেমন ছিলেন সদ্যই গ্র্যামি জেতা র‍্যাপার কেনড্রিক লামার। তবে ভক্তরা বলছেন, এবারের হাফটাইম একেবারেই জমেনি।

চলতি মাসেই গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার জেতেন মার্কিন র‍্যাপার কেনড্রিক লামার। তাঁর হাফটাইম পারফরম্যান্স নিয়ে তাই অপেক্ষা ছিল ভক্তদের। বাংলাদেশ সময় আজ সকালে লুইজিয়ানার নিউ অরলিন্সে হাফটাইমে মঞ্চে ওঠেন লামার। গত বছর তিনি ‘নট লাইক আইস’ গান দিয়ে মাতিয়েছেন। কানাডীয় র‍্যাপার ড্রেকের সঙ্গে লামারের দ্বন্দ্ব অনেক দিনের। গানটিতে ড্রেকের বিরুদ্ধে রীতিমতো কামান দেগেছেন লামার।

এদিন দর্শকের প্রত্যাশা মিটিয়ে ‘নট লাইক আইস’ গেয়েছেন লামার। ‘আমি এবার সবচেয়ে প্রিয় গানটি গাইব’ বলে ১৩ মিনিটের পরিবেশনা শুরু করেন আলোচিত এই র‍্যাপার। অনেক সমালোচক মনে করেন, এবার গানের চেয়ে ড্রেককে দেখিয়ে দিতেই বেশি মনোযোগী ছিলেন গায়ক। ফলে তাঁর পারফরম্যান্স প্রত্যাশানুযায়ী হয়নি।

এদিন লামারের সঙ্গে পারফর্ম করেন এ সময়ের আরেক আলোচিত শিল্পী সিজা। একসঙ্গে তাঁরা ‘ব্ল্যাক প্যান্থার’-এর হিট গান ‘অল দ্য স্টারস’ গেয়ে শোনান।

একপর্যায়ে লামারের সঙ্গে দেখা যায় টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকেও। সেরানা কিছুদিন ড্রেকের সঙ্গে প্রেম করেছেন। এদিন তাঁকে হাজির করেও ড্রেককে ‘দেখিয়ে দিলেন’ লামার। এ ছাড়া প্রি–সুপার বোলে পারফর্ম করেন লেডি গাগা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status