ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
আমি তো লুকায়া ছিলাম না...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2025, 11:51 AM

আমি তো লুকায়া ছিলাম নাins class=

আমি তো লুকায়া ছিলাম না

প্রায় দুই বছর আগে মুক্তি পায় রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’। এ ছবিটি দিয়েই বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। ছবি হিট, প্রথম সিনেমাতেই আলোচনায় আসেন নিশো। এরপর বছর যায়, নিশোর নতুন কাজ দেখার অপেক্ষা আর ফুরায় না। অবশেষে চলতি বছর শিহাব শাহীনের ‘দাগি’ দিয়ে ফিরছেন তিনি। নিশোর কাছে তাই প্রথম প্রশ্নটা তাঁর ‘লাপাত্তা’ থাকা নিয়েই।

‘আমি তো লুকায়া ছিলাম না, সবার সামনেই ছিলাম। সিনেমা নিয়ে আমার নিজস্ব একটা ভাবনা আছে। পরিকল্পনা যা–ই হোক না কেন, নির্দিষ্ট সময়ে আমি আমার দর্শকদের সামনে আসতে চাই। সবকিছুই যে আগে থেকে তাদের জানিয়ে দিতে হবে, আমি সেটা বিশ্বাস করি না।’ স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন নিশো। জানালেন, ‘দাগি’ ছাড়াও তাঁর আরও কাজ চূড়ান্ত হয়েছে। সেটাও জানাবেন ‘সঠিক সময়ে’।

নিশো বলছিলেন, ‘আমার কাছে সময়ের কোনো অভাব নেই। ক্যারিয়ার শুরুর ২৩-২৪ বছর পর সিনেমায় নাম লেখালাম। সেখানেও তাড়াহুড়া ছিল না। প্রথম সিনেমা আসার পর পরবর্তী সিনেমা কী হবে, সেটার পরিকল্পনা চলছিল। গল্প আসছে, বাজেট মিলছে তো মিলছে না, আরও অনেক গল্প পড়ছি। সেখান থেকে আমার সেরার সেরাটাই বেছে নেওয়া উচিত। সেই জায়গা থেকে একাধিক সিনেমার মধ্যে এটা একটা “দাগি”। এটা এমন না নিজেকে লুকিয়ে রেখেছিলাম, এটা হলো সঠিক সময়ে সঠিক তথ্যটা দর্শকের কাছে পৌঁছানো। এটা অনেক সময় আমি সেট করি, অনেক সময় টিম সেট করে। এ সিনেমাটি যে করছি সেটা অনেক আগে চূড়ান্ত হয়েছিল।’

প্রায় দুই যুগের ক্যারিয়ারে প্রচুর টিভি নাটকে কাজ করেছেন, গত কয়েক বছরে তাঁকে ওটিটিতে দেখা গেছে ‘রেডরাম’, ‘কাইজার’ বা ‘সিন্ডিকেট’-এর মতো প্রকল্পে। হঠাৎই কাজ থেকে বিরতি নিলে কি মানসিকভাবে মানিয়ে নিতে সমস্যা হয়? নিশো স্বীকার করলেন, তিনি কাজ মিস করেন।

সঙ্গে এ–ও বললেন, ‘নাটক করার সময়টা খুব হার্ড লাইফ। একটা নাটক দুই দিনে শুট হতো। আমি সব সময় চাইতাম আরাম করে কাজ করতে। ওটিটি বা সিনেমার ক্ষেত্রে সময় পাওয়া যায়। এর মধ্যে বিভিন্ন বিজ্ঞাপনের কাজে যুক্ত হয়েছি। কিন্তু হ্যাঁ, নাটক, ওটিটি, সিনেমার কাজ করা হচ্ছে না, সেটা আমি মিস করি। কিন্তু এমন না যে আমি কাজের মধ্যে নেই। বসে থাকাটাও আমি একটা কাজের মধ্যেই ধরি। বসে থেকে ভাবি, পড়ি কিছু, আমার ব্যক্তিত্বটাই এ রকম যে যখন কোনো কাজ নেই, তখনো কিছু কাজ বের করে তার মধ্যে বুঁদ হয়ে থাকি। সেটা হতে পারে বই, সেটা হতে পারে আমার গাড়ি। আমি সময়–সময় একটা অভিজ্ঞতার মধ্যে থাকি, তাই আমার বিরক্ত লাগে না। তা ছাড়া পরিবারকে সময় দিই।’

নতুন সিনেমা নিয়ে বেশি কিছু বলতে চান না নিশো। তাঁর ভাষ্যে, ‘যা বলার সিনেমার টিম বলবে।’ তবে এটা বললেন, ‘দাগি’র গল্প তাঁর ভালো লেগেছে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে সব সময় কাজ করতে চান, যেখানে গল্প থাকবে। গল্পের প্রয়োজনে কিছু নায়কোচিত ব্যাপার-স্যাপার থাকতে পারে, অ্যাকশন থাকতে পারে, রোমাঞ্চ থাকতে পারে। কিন্তু গল্পটাও একটা চরিত্র হবে।

তিনি বলেন, ‘পছন্দের কাজ করতে সময় দিতে আমার মধ্যে কোনো সংশয় কাজ করে না। ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়, আমি তো মাত্র শুরু করলাম। একটা সিনেমা করেছি, সেটার প্রতিক্রিয়া খুব ভালো। মাঝে অনেক পরিকল্পনা হয়েছিল সেগুলো কী সেটা অন্য সময় বলব; কীভাবে আবার নতুন গল্প পেলাম, এই গল্পটা কার সঙ্গে করার কথা ছিল, সেখান থেকে কেন এটা পিছিয়ে গেল ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি, যা হচ্ছে সঠিক সময়ে হচ্ছে। এটুকু আস্থা আমার ভক্তরা রাখেন বলেই আমার বিশ্বাস।’

দক্ষিণ ভারতের সিনেমার নির্মাতারা আলাদা অ্যানাউন্সমেন্ট ভিডিও করে নতুন সিনেমার কথা ঘোষণা দেন। ‘দাগি’র ঘোষণাও এসেছে সেভাবে, বড় আয়োজন করে যা বেশ প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে ঢাকাই ছবির এই নায়ক বললেন, ‘অ্যানাউন্সমেন্ট ভিডিও বানানোর পেছনে আলাদা একটা টিম কাজ করেছে, এটা নতুন একটা বিষয়। এভাবে কেউ ঘোষণা করেনি। এটা দারুণ। যদি মহরতও করা হতো তা–ও ভালো হতো। নতুন পদ্ধতিতে যে ঘোষণা এসেছে, সেটাতেও দর্শক মজা পেয়েছেন।’

২০২৩ সালের পবিত্র ঈদুল ফিতরে নিশোর ‘সুড়ঙ্গ’–এর সঙ্গে মুক্তি পেয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’। যা নিয়ে অন্তর্জালে দুই তারকার ভক্তদের মধ্যে রীতিমতো ভার্চ্যুয়াল যুদ্ধ বেঁধেছিল। এ প্রসঙ্গে নিশোর কী মত? ‘ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করবে। সুন্দর সুন্দর কাজ নিয়ে আসবে, দর্শকদের একেক রকম কাজ দেখার অভিজ্ঞতা হবে। কারও জন্য তো কেউ কাজ বন্ধ করে দেয় না বা পিছিয়েও দেয় না।

 ঈদে বা অন্য যেকোনো সময়ে যারাই কাজ নিয়ে আসবে, মোস্ট ওয়েলকাম। নানা রকম কাজ যদি না আসে, তাহলে দর্শকদের রুচি কীভাবে পরিবর্তন হবে। শুধু আমার কাজ আসবে, সেটা আমি কখনোই চাই না। ভালো প্রতিযোগিতা না থাকলে ইন্ডাস্ট্রি আগায় না।’ বললেন নিশো।

সাম্প্রতিক প্রকাশিত ছবিগুলোতে নিশোর লুকের একটা বদল দেখেছেন ভক্তরা। তাঁর বড় চুল কি ‘দাগি’র জন্যই করা? নিশো জানালেন, এটা ‘দাগি’র চুল না, এটা একটা ক্যারেক্টার। দাগিও একটা চরিত্র। সেই চরিত্রের প্রয়োজনে চুলটা বড় রাখা। তিনি আরও জানান, চরিত্রটি বেশ জটিল, ছবিতে তাঁকে বেশ কয়েকটি লুকে দেখা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status