বাবার ‘চুমুকাণ্ডে’ বিব্রত উদিত পুত্র
নতুন সময় ডেস্ক
|
![]() বাবার ‘চুমুকাণ্ডে’ বিব্রত উদিত পুত্র সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে আদিত্য নারায়ণকে। তবে তার পরনে ছিল সানগ্লাস, মাস্ক, আর মাথায় উলের টুপি। অথচ মুম্বাইয়ে তীব্র ঠান্ডা নেই! তাই অনেকেই প্রশ্ন তুলেছেন বাবার কাণ্ডের কারণে কি মুখ ঢেকে চলছেন তিনি? আদিত্যর ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে নানা মন্তব্য। কেউ লিখেছেন, "এমন কাজ কেন করো যে তোমার ছেলেকেও মুখ ঢেকে বের হতে হয়?" আরেকজন লিখেছেন, "বাবা চুম্বন করেন, আর ছেলে মানুষকে মারধর করে!" কেউ আবার ঠাট্টা করে বলেছেন, "নামের গৌরব বয়ে আনার ক্ষেত্রে বাবা-ছেলে দুজনেই এগিয়ে!" বয়স ৬৯ হলেও উদিত নারায়ণের ‘চুমুকাণ্ড’ থামছে না! অনেকে বলেছেন, "বুড়ো বয়সে এমনটাই হয়!" শুধু ভক্তদের নয়, তিনি সহশিল্পী অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালকেও হঠাৎ চুম্বন করে বিব্রত করেছেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |