ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আনিসুর রহমান ,মাধবপুর প্রতিনিধি:
প্রকাশ: Saturday, 8 February, 2025, 7:49 PM

মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আজ ৮ ফেব্রুয়ারী সায়হাম গ্রুপের বাংদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী, সমাজ সেবক এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেডের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার বার বার নির্বাচিত জননন্দিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের প্রধান পৃষ্ঠপোষকতায় স্বাগত বক্তব্য রাখেন, এস.এম ফয়সল মেধাবৃত্তি ২০২৫ বাস্তবায়ক কমিটির কো-অর্ডিনেটর ও ক্যাপ্টেন লিয়াকত হোসেন (অবঃ), প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ আল আমিন, সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিলস্ লি. এর এমডি আলহাজ্ব সৈয়দ এবিএম হুমায়ুন, সায়হাম গ্রুপের এমডি আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ,সায়হাম নীট কম্পোজিট লি. এর এমডি আলহাজ্ব সৈয়দ শাফকাত আহমেদ, হবিগঞ্জ  অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জাহির উদ্দিন, দৈনিক সমকালের সহ সম্পাদক মাহবুব আজিজ, প্রিন্সিপাল মাও: আমীর হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ আাছাদুজ্জামান, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মাওলানা কামরুল হাসান মানিক এবং উপস্থাপন করেন, শাহরিন জেবিন প্রমুখ।এবছর ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার জিপিএ ৫ প্রাপ্ত ৬০০ শতাধিক মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৫০০০ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংবর্ধিত ছাত্রছাত্রী ও অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় ৫ হাজার অতিথিবৃন্দনিউ 
পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রধান পৃষ্ঠপোষক, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ নগদ টাকা সনদপত্র, ক্রেস্ট মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status