ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
লাকসাম নবাব ফয়জুন্নেসা বাড়ি জাদুঘর পরিদর্শনে কুমিল্লা জেলা প্রশাসক
শারমিন সুলতানা, লাকসাম:
প্রকাশ: Saturday, 8 February, 2025, 7:37 PM

লাকসাম নবাব ফয়জুন্নেসা বাড়ি জাদুঘর পরিদর্শনে কুমিল্লা জেলা প্রশাসক

লাকসাম নবাব ফয়জুন্নেসা বাড়ি জাদুঘর পরিদর্শনে কুমিল্লা জেলা প্রশাসক

কুমিল্লা লাকসাম নবাব ফয়জুন্নেসা বাড়ি জাদুঘর পরিদর্শনে এসেছেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। শনিবার (৮ ফেব্রুযারি) দুপুর ১:০০টার দিকে তিনি জাদুঘরটি পরিদর্শনে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান নবাব পরিবারের উত্তরসূরি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. ফজলে রহমান চৌধুরী আয়াজ। 
পরিদর্শনকালে কুমিল্লা জেলা প্রশাসক নবাব ফয়জুন্নেছা জাদুঘরে রক্ষিত বিভিন্ন নিদর্শন ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী নির্মিত বৈঠকখানা, মসজিদ, কলেজ এবং ফযজুন্নেছার কবরসহ আশেপাশের এলাকা পরিদর্শন করেন। 
পরিদর্শনকালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি জাদুঘরের পূর্বপাশের গেইটে অবৈধভাবে গড়ে ওঠা দেওয়াল অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। এছাড়া নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী নির্মিত মসজিদ সংস্কারে তিনি সহযোগিতার আশ্বাস দেন।
কুমিল্লা জেলা প্রশাসকের লাকসাম নবাব বাড়ি জাদুঘর  পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, জাদুঘরের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান মনির, বিশিষ্ট সাংবাদিক এম.এস দোহা, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ, সদস্য সচিব ফারুক আল শারাহ, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম, জাফর আহমেদ, আবদুর রহিম, সেলিম চৌধুরী হিরা, আবুল কালাম, শাহ নুরুল আলম, নাজমুল হাসান, জাহিদ হোসেন, মনির হোসেন, কামরুজ্জামান রিয়াদ প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status