দাউদকান্দিতে ১৭বছর পর জন সভায় প্রধান অতিথি ড. মোশাররফ হোসেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 7 February, 2025, 11:27 PM
দাউদকান্দিতে ১৭বছর পর জন সভায় প্রধান অতিথি ড. মোশাররফ হোসেন
দেশে গণহত্যাকারী, খুনি ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য,ষড়যন্ত্রমূলক কর্মসূচির প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত দেশে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার দাবিতে দাউদকান্দিতে আজ বিশাল এক জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।দাউদকান্দি হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য জন সভায় প্রধান অতিথি হিসেবে ১৭ বছর পর বক্তব্য রাখবেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড,খন্দকার মোশাররফ হোসেন । জনসভা টি এক বিশাল জনসমাবেশে রুপান্তরিত করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানাযায়। দাউদ কান্দি ও তিতাস উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই জন সভায় প্রধান আলোচক থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন। দাউদ কান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে জন সভায় দাউদ কান্দি ও তিতাস উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভায় সর্বস্ততরের দলীয় নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।