ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৪ চৈত্র ১৪৩১
বগুড়ায় আ’লীগ, জাপা ও জাসদ কার্যালয় ভাংচুর করে আগুন দিয়েছে ছাত্র-জনতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 7 February, 2025, 11:16 PM

বগুড়ায় আ’লীগ, জাপা ও জাসদ কার্যালয় ভাংচুর করে আগুন দিয়েছে ছাত্র-জনতা

বগুড়ায় আ’লীগ, জাপা ও জাসদ কার্যালয় ভাংচুর করে আগুন দিয়েছে ছাত্র-জনতা

বগুড়া জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জেলা জাসদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরের পর আগুন দিয়েছে বিক্ষদ্ধ ছাত্র- জনতা। এছাড়াও
বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ফলক ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে রাত ১১টা অবধি শহরের সাতমাথা এলাকার টেম্পল রোড ও থানা রোড়ে অবস্থিত দলীয় তিনটি কার্যালয় ও আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে। তারা ১২তলা ভবনের নীচতলায় শেখ হাসিনার নামফলক হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে। রাত ৮ টার দিকে স্টেশন রোড, নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র- জনতা ‘দিল্লি­ না ঢাকা’ ‘ঢাকা- ঢাকা’ ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে
দেয়। এরপর বিক্ষুদ্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ অফিস সংলগ্ন জেলা জাসদ কার্যালয় ভাংচুর করে। পরে তারা অফিসের ভিতর থেকে আসবাবপত্র বাহিরে বের করে আগুন
ধরিয়ে দেয়। রাত ৯ টা পর্যন্ত জেলা আওয়ামী লীগ অফিস ও জাসদ অফিসের সামনে বিক্ষুদ্ধ ছাত্র জনতা অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিচ্ছে। এরপর সাত মাথা এলাকায় থানা রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। এ ব্যাপারে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status