বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ
কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে আগুন, দলীয় কার্যালয়ে ভাঙচুর
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে আগুন, দলীয় কার্যালয়ে ভাঙচুর বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীসহ বিক্ষুদ্ধ ছাত্র-জনতা এ অগ্নিসংযোগ করেন বলে জানান সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেও গেলেও কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবু জর গিফারী বলেন, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রেণে নিয়ে আসে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীসহ বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বুলডোজার নিয়ে স্টেশান রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে বুলডোজার দিয়ে কার্যালয় ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়। সেখান থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীসহ ছাত্র-জনতা খরমপট্রি এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে গিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ সময় নিরাপত্তার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ও চার জাতীয় নেতার ম্যুরাল খচিত ভাস্কর্য্য ‘চেতনা-৭১’ বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |