ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৪ চৈত্র ১৪৩১
সাংবাদিক নির্যাতন ও হামলার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন
মু. জিল্লুর রহমান জুয়েল
প্রকাশ: Friday, 7 February, 2025, 11:12 PM

সাংবাদিক নির্যাতন ও হামলার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন

সাংবাদিক নির্যাতন ও হামলার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন

কুয়াকাটা বাংলাভিশন টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন এবং দেশের বিভিন্ন এলাকায় মূলধারার সাংবাদিক বৃন্দদের উপর চিহ্নিত সন্ত্রাসী হামলারকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারের দাবী জানিয়ে কঠিন কর্মসূচী ঘোষণা দিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দদের আয়োজনে ৭' ফেব্রুয়ারী বেলা এগারোটা সময়  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে শতাধিত সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিদের অংশ গ্রহনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। 


এসময় সাংবাদিক বৃন্দরা বলেন,পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনকে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে আশংকাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রাখে, এছাড়া ঢাকা সুপ্রিম কোর্ট এর প্রাঙ্গনে, নারায়ণগঞ্জে, রাজশাহী, খুলনা, চট্রগ্রাম ও বরিশালে কর্মরত সাংবাদিক বৃন্দদের উপর হত্যার উদ্দেশ্যে চিহ্নিত সন্ত্রাসীরা বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সাংবাদিক বৃন্দরা বলেন, এখনো সাংবাদিক বৃন্দরা জীবনের নিরাপত্তা হিনতায় থেকে জীবন ঝুঁকি নিয়ে পেশাগত দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের কাছে দাবী  জানান। অন্যথায় দেশের সকল গণমাধ্যমের ঐক্য বদ্ধ হয়ে আরো কঠিন কর্মসূচী গ্রহন করা হবে বলে অনুষ্ঠিত মানববন্ধন সাংবাদিক বৃন্দরা হুশিয়ার করেন। 

এসময় বক্তব্য রাখেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন আহম্মেদ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সমিত কুমার দত্ত মলয়, নয়াদিগন্ত গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, মোহনা টেলিভিশন এর প্রতিনিধি মোঃ সোহাগ রহমান, গলাচিপা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাফিজ উল্লাহ্, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি মু.সাজ্জাদ আহমেদ মাসুদ  সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন  টেলিভিশন মিডিয়ার গণমাধ্যম বৃন্দরাও উপস্থিত ছিলেন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status